গত ২৮ অক্টোবর আমাদের প্রীয়জন শ্রদ্ধেয় এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। আমাদের গর্ব; এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখানোর প্রাণ পুরুষ এবং বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন; বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের সফল দুই দুইবারের সংসদ সদস্য; কসবা-আখাউড়ার গর্বের ধন পানিয়ারূপ গ্রামের আলোক বর্তিকা মরহুম জনাব এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের মৃত্যুবার্ষিকী ধর্মীয় ভাব গার্ম্বিয্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে, দলীয়ভাবে এমনকি এলাকায় বিভিন্ন মসজিদ-মাদরাসা- এতিমখানায় এবং আত্মীয় ও শুভাকাঙ্খিদের পারিবারিক আয়োজনে দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে। ওনার রুহের মাগফিরাত এবং জান্নাত নসিব কামনায় এবং ওনার স্ত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ শেষে তাবারুখসহ খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। সব মিলিয়ে এই দিনে আমরা ঐ মহান শ্রদ্ধেয় আপন মানুষটিকে স্মরণ করে তার শিক্ষা ও দিক্ষায় আগামীর পথে এগিয়ে যেতে মহান রাব্বুল আল-আমিনের নিকট শক্তি, সাহস, সুযোগ চেয়ে মিনতি জানিয়েছি।
আজকের দিনে সমগ্র দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই আমাদের গর্ব ও অহংকারের আলোকবর্তিকা রত্মগর্ভা মা এবং বীর মুক্তিযোদ্ধা জনাবা মিসেস জাহানারা হক’র জন্য খাস নিয়তে সুস্থ্যতা লাভের দোয়া করতে। আল্লাহ বলেছেন দুইজন বা তিনজন যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে কিছু চায় তাহলে তিনি তা দেবেন। আমি বিশ^াস করি আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই তাই তিনি আমাদের লক্ষকোটি মুমিনের মোনাজাতের উত্তর দিবেন। মিসেস জাহানারা হক সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। জনাবা জাহানারা হক মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের সহধর্মীনি এবং কসবা-আখাউড়ার ডিজিটাল উন্নয়ন বাস্তবায়ন এবং দৃশ্যমান রূপদানকারী দুই দুইবারের সফল আইনমন্ত্রী, স্বচ্ছ ও পরিচ্ছন্ন কাজের দৃষ্টান্ত স্থাপনকারী নির্ভিক এবং পরোপকারী, দয়া ও ক্ষমায় পরিপূর্ণ, ভালবাসায় নি:শর্ত ও নি:স্বার্থ জনাব এডভোকেট আনিছুল হক সাহেবের আম্মা।
স্ব স্ব ধর্মানুযায়ী দেশ ও বিদেশে অবস্থানরত সকলেই সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আর আল্লাহর তায়ালার আশ্চর্যকাজ এর চিহ্ন বহন করে মানবিক সেবা অব্যাহত রাখতে পারেন। আমিন।