হুমায়ুন কবিরের মৃত্যুতে বি.বাড়িয়া পৌরসভায় ৩ দিনের শোক পালন

প্রশান্তি ডেক্স ॥ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট হুমায়ুন কবির এর মৃত্যুতে গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এক বিশেষ জরুরী সভা পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সাবেক পৌর চেয়ারম্যান (১৯৭৭ থেকে ১৯৮৪ এবং ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত) এর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জন্য অনেক উল্লেখযোগ্য কাজ করে গিয়েছেন। যা ব্রাহ্মণবাড়িয়ার পৌরবাসী আজীবন মনে রাখবে এবং তিনি এ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করেন। তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২৭ হতে ২৯ অক্টোবর ২০১৯ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক ০৩ (তিন) দিনের শোক ঘোষনা করা হয় এবং পৌর পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের কালবেজ ধারনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ২৯ অক্টোবর, গত মঙ্গলবার বাদ আছর পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply

Your email address will not be published.