প্রশান্তি ডেক্স ॥ ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর এক নারীসহ তিনজন ভারতীয় নাগরিককে ফেরত নিতে রাজি হয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার দুপুরে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করা হলে বিএসএফ তাদের ফেরত নিতে রাজি হয়নি। পরে বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ফেনীর পরশুরাম উপজেলার সুবার বাজার সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের পর ওই তিন ভারতীয়কে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধভাবে এরা বাংলাদেশে প্রবেশ করেছিল। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বিধান চন্দ্র দাশ (৪৪), তার স্ত্রী স্বপ্না বালা দাশ (৩৫) ও ছেলে নিলয় চন্দ্র দাশ (১৩)। তারা ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলার ধনশিবি মহকুমার চুঙাজান থানার কিয়াজু গাও এর বাসিন্দা। গত বুধবার বিজিবির সুবার বাজার সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কমলেশ চন্দ্র রায় বাদী হয়ে পরশুরাম মডেল থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। এদিন তাদেরকে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠালে আদালত স্বামী-স্ত্রী দুইজনকে জেলহাজতে প্রেরণ ও ছেলেকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ দেন। ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান জানান, নারী শিশুসহ তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর কোম্পানি কমান্ডার পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে বিষয়টি জানিয়ে এদেরকে সে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু বিএসএফ ওই নাগরিকদের ফেরত নিতে নারাজ। বিধান চন্দ্র দাশ সাংবাদিকদের জানান, তাদের পৈত্রিক বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার চরভাটা গ্রামে। দুই ভাই ভারতের আসামে থাকেন এবং দুই ভাই বাংলাদেশে থাকেন। পৈত্রিক বাড়িতে বেড়ানোর উদ্দেশে আসছিলেন। তবে পাসপোর্ট-ভিসা না করে অবৈধ পথে আসার কারণে গ্রেপ্তার হয়েছেন। আটককৃতদের কাছে ভারতীয় জাতীয় পরিচয়পত্র, ইনকাম টেক্সের কাগজপত্র, একটি মুঠোফোন এবং নগদ দুই হাজার চারশত টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post