প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউরোপের দেশ বেলজিয়ামে রেফ্রিজারেটর থেকে বের করা হয়েছে ১২ জন জ্যান্ত মানুষ! আশ্চর্যের বলে মনে হলেও বেলজিয়ামে এ ধরনের ঘটনা প্রায় ঘটে। বেলজিয়াম পুলিশের এক মুখপাত্রের বরাতে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা জানিয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কাছে অ্যান্তের্প শহরের একটি রাস্তায় রেফ্রিজারেটর থেকে ১২ জন বিদেশি পুরুষ নাগরিককে উদ্ধার করা হয়েছে। রেফ্রিজারেটর থেকে উদ্ধার ১২ জনের সবাই অভিবাসী। এদের মধ্যে ১১ জনই সিরিয়ার নাগরিক এবং বাকি একজন সুদানের নাগরিক। বেলজিয়ামকে রুট হিসেবে ব্যবহার করে এসব অভিবাসীরা ব্রিটেনে ঢোকার চেষ্টায় এভাবে রেফ্রিজারেটরে লুকিয়ে ছিল বলে ধারণা ব্রাসেলস পুলিশের। অভিবাসী এবং মানবপাচারকারীরা ব্রিটেনে যাওয়ার জন্য বেলজিয়ামকে রুট হিসেবে ব্যবহার করে এমন সব পন্থা নিয়ে থাকে। ঘটনার বিবৃতি দিয়ে রয়টার্সকে বেলজিয়াম পুলিশ জানিয়েছে, রেফ্রিজারেটর ট্রাকটি যখন চালক চালাচ্ছিলেন তখন তার সন্দেহ হয়। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তার কথায় পুলিশ ট্রাকটির ভেতরে তল্লাশি করে দেখেন সেখানে ১২ অভিবাসী লুকিয়ে আছে। ওই অভিবাসীরা কিভাবে ওই ট্রাকের ভেতর ঢুকল তা জানেন না বলে দাবি করেন ওই ট্রাকচালক। বেলজিয়ামে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। গত সপ্তাহে একইরকম ঘটনায় দুটি ট্রাক থেকে ২০ অভিবাসীকে উদ্ধার করে বেলজিয়াম পুলিশ। তারা সবাই জীবিত ছিল এবং এভাবে গোপনে ইংল্যান্ডের দিকে যাচ্ছিল। গত সপ্তাহে পূর্ব লন্ডনেও ঘটেছে একইরকম ঘটনা। একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ৩৯ অভিবাসীর মধ্যে আটজন নারী এবং ৩১ জন পুরুষ এবং তাদের বেশিরভাগই ভিয়েতনামের নাগরিক। ওই ঘটনা তদন্ত করছে পুলিশ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post