স্থাপিত হলো দেশের প্রথম বিআরটির গার্ডার

প্রশান্তি ডেক্স ॥ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পের ফ্লাইওভারের জন্য ঢাকার উত্তরার হাউজ বিল্ডিং অংশে প্রথম গার্ডার স্থাপন করা হয়েছে। গত বুধবার সেতু মন্ত্রণালয়ের অধীনে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের (জেটিইজি) নির্মাণ ও কারিগরি সহায়তায় গার্ডারটি স্থাপন করা হয়। ঢাকা মহানগরীর সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণের যাতায়াত নির্বিঘ্ন, দ্রুত ও আরামদায়ক করতে বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট প্রকল্পটি গ্রহণ করা হয়। এই প্রকল্প বাস্তবায়ন হলে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছাতে কম সময় লাগবে। পাশাপাশি সেখানে বিআরটি বাস থাকবে ১৪০টি। সেই সঙ্গে গাজীপুর-এয়ারপোর্ট পর্যন্ত মোট স্টেশন থাকবে ২৫টি। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি দাতা সংস্থা (এএফডি), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হবে। প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে বিআরটি করিডোর ২০ কিলোমিটার, ফ্লাইওভার ৬টি, এলিভেটেড সড়ক ৪ কিলোমিটার, সংযোগ সড়ক ১৪১টি, মার্কেট উন্নয়ন ১০টি, স্টর্ম ড্রেন ১২ কিলোমিটার, ৮ লেন বিশিষ্ট টঙ্গী সেতু, গাজীপুর বাস ডিপো, জয়দেবপুর বাস টার্মিনাল ও এয়ারপোর্ট বাস টার্মিনাল এবং পিপিপির ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মাল্টিমোডাল হাব নির্মাণ।

Leave a Reply

Your email address will not be published.