প্রশান্তি ডেক্স ॥ বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় তাজমহলের প্রবেশদ্বারের কাছে দুটি বাতাস বিশুদ্ধকরণ যন্ত্র লাগানোর সিদ্ধান্ত নিয়েছে আগ্রা জেলা প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বায়ু দূষণের কারণে ক্রমশই বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের গায়ের রং সাদা থেকে ধূসর হয়ে যাচ্ছে। তাই দূষণ আটকাতে বাতাস বিশুদ্ধকরণ যন্ত্র বসানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগ্রা পৌর করপোরেশনের কার্যনির্বাহী কর্মকর্তা আর কে রাথি বলেন, ‘একটি এজেন্সিকে তাজমহল পরিষ্কারের কথা বলার পাশাপাশি তাজমহলের গেটে দুটি এয়ার পিউরিফাইং মেশিন (বাতাস বিশুদ্ধকরণ যন্ত্র) বসানোর বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করতে ও প্রতিদিন যে বিপুল সংখ্যক পর্যটক তাজমহল দেখতে আসেন তাঁদেরকে স্বস্তি দিতেই এই ব্যবস্থা।’ গত এক সপ্তাহ ধরে মারাত্মক বায়ু দূষণে ধুঁকছে উত্তর ভারত, দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো। ঘন ধোঁয়াশার চাদর যেন ঘিরে রেখেছে অঞ্চলগুলোকে।