আন্তর্জাতিক ডেক্স ॥ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের উত্তরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। গত শুক্রবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা লোকজনকে বীচ থেকে দূরে অবস্থানের জন্য সতর্ক করেছে। তেরনাতে এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। ইন্দোনেশিয়ায় এর আগেও বেশ কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে। গত সেপ্টেম্বরে সুলায়েশি দ্বীপের পালু শহরে ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এছাড়া আরও এক হাজার মানুষ নিখোঁজ হয়।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post