কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কসবা সরকারী উচ্চ বিদ্যালয়ে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। এসময় সাহেবাদ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, কসবা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরন নাহার বেগম, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, কেন্দ্র সচিব মো. সফিকুর রহমান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, অর্থ-সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, সদস্য ভজন শংকর আচার্য্য, বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি প্রভাষক মো. জয়নাল আবেদীন, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আজিজ ও মো. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।


জানা যায়, কসবায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ৩ টি পরীক্ষা কেন্দ্রে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮শ ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তনমধ্যে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৪ জন, বায়েক আলহাজ্ব শাহআলম কেন্দ্রে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১শ৬৫জন এবং কুটি জাজিয়ারা হলিচাইল্ড কিন্ডার গার্টেন কেন্দ্রে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published.