ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আলোড়ন সৃষ্টিকারী জেনেটিক কম্পিউটার একাডেমী মুক্ত স্কাউট গ্রুপের নবগঠিত গ্রুপ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) জেনেটিক কম্পিউটার একাডেমীর অফিস কক্ষে গ্রুপ কমিটির সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ স্কাউটস’র উপ-পরিচালক মো. ফারুক আহম্মদকে সভাপতি ও কসবা প্রেসক্লাব অর্থ-সম্পাদক ও জেনেটিক কম্পিউটার একাডেমী মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাত মো. অলিউল্লাহ সরকার অতুল সহকারি লিডার ট্রেনারকে সম্পাদক করে ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ গ্রুপ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা সদস্যরা হলো সহ-সভাপতি মো. ছফিউল্লাহ সিএলটি সম্পন্নকারী, রায়হান আরা আক্তার, কোষাধ্যক্ষ, মো. জামাল হোসেন আখন্দ উডব্যাজার। যুগ্ম- সম্পাদক মো. এনামুল হক আপেল, ইউনিট লিডার মেহেজাবীন খন্দকার মিথিল, মো. হাসান মিয়া, সহকারী ইউনিট লিডার মো. আকরাম হোসেন, মো. সাইদুর রাহমান, অয়ন চন্দ্র সাহা।