ধর্মীয় ভাবগাম্বিয্যে সারাদেশে ঈদে মিলাদ্দুন্নবী পালিত

প্রশান্তি ডেক্স॥ সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদে মিলাদুন্নবী ধর্মীয় ভাবগাম্বিয্যের মধ্যেদিয়ে পালন করেছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেদিন ছিল সরকারী ছুটি। ধর্মীয় আবেশে ঘরমুখো মানুষ এবাদত বন্দেগী ছাড়া আর ঘরের বাইরে তেমন দেখা যায়নী। রাস্তাঘাট ফাকাছিল, যানবাহন ছিল কিন্তু পর্যাপ্ত যাত্রী ছিল না তবে বেসরকারী কিছু অফিস খোলা থাকায় সকাল এবং বিকেলে কিছু অফিসগামি এবং ঘরমুখো মানুষ চোখে পড়েছে। আর এই সুযোগে শহরবাসী ঈদে মিলাদুন্নবীর জুলস (মিছিল) শান্তিপূর্ণভাবে ফাকা রাস্তায় বৃহদাকারে প্রদক্ষিণ করেছে।


ঈদে মিলাদুন্নবী পালনের সঙ্গে বিশেষ একটি ভয়ঙ্কর ব্যাপারও ছিল-যেমন বুলবুলের আগ্রাসী আগমন। তবে বুলবুল ভদ্রতার ছাপ রেখে ক্ষয়-ক্ষতি কমিয়ে নিরবেই প্রস্থান করেছেন। প্রাকৃতিক বিপর্যয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য সুন্দরবন অগ্রনী ভুমিকা পালন করেছে। যা আজ দেশবাসী অপকটে স্বীকারও করেছে।

Leave a Reply

Your email address will not be published.