প্রশান্তি ডেক্স ॥ গত ১৪ নভেম্বর পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশে^র সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এর আয়োজনের কোন কমতি ছিল না। আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখেন…; আর সাথে যদি বিড়ি খান..আই মিন সিগারেট খান.. তাহলে নিশ্চিত থাকেন… আপনাব পায়ের রক্তনালীতে লম্বা চর্বি জমে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। সঠিক সময়ে চিকিৎসা না পেলে বা না নিলে সেই পা আবার নষ্ট হয়ে যাবে। নষ্ট থেকে বাঁচতে হলে ভাসকুলার সার্জনকে দিয়ে অপারেশন করে চর্বিগুলো বের করাতে হবে; তাতে অসেক টাকা খরচ হবে; তাই আপনি যত বিড়িলোক হবেন… অর্থাৎ বিড়ি খাবেন; ততই গরীব হবে আর ডাক্তার ততোই বড়লোক হবে।
আপনি কি চান ডাক্তার বড়লোক হউক আর আপনি গরীব হন। আপনি জানেন কি? বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন পা হারায়। তার মানে..আপনি এই সংবাদটি যতক্ষণে পড়লেন বা জানলেন… ততক্ষণে বিশ্বের কোথাও না কোথাও ২ জন লোকের পা কাটা পড়েছে। এরচেয়ে ভালো উদাহরণ দিয়ে বোঝানো কি সম্ভব? না.. বললে ভাসকুলার রোগী কমে যাবে আর ডাক্তারগন তখন গরীবলোক হয়ে যাবো।
এটাও ভাবার কোন কারণ নেই তবে যত লোক সচেতন হবে তই মঙ্গল হবে পৃথিবীর এবং ডাক্তার সমাজের। তারপরও বলব এই রোগ আছে এবং থাকবে। কিন্তু এর থেকে বেঁচে থাকার জন্য নিজেকে সচেতন হবে হবে এবং নিয়ম-কানুনের মধ্যেদিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে ডায়াবেটিকস্ মুক্ত বাংলাদেশ এবং বিশ^ গড়ে উঠবে।