গভীর রাতে সেতুর নিচে ৭০ বস্তা পেঁয়াজ ফেলে গেলেন ব্যবসায়ী

প্রশান্তি ডেক্স॥ সারা দেশে পেঁয়াজের দাম যখন লাগামহীন তখন কুমিল্লার দাউদকান্দিতে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পচা পেঁয়াজ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার গৌরীপুর পূর্ব বাজার সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর নিচে কে বা কারা এসব পেঁয়াজ ফেলে যায়। এদিকে, পচা পেঁয়াজ ফেলে দেয়ার ছবি তুলে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন স্থানীয়রা। ছবিগুলো মুহূর্তে আলোচনার সৃষ্টি করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা। প্রতি বস্তায় আনুমানিক ৪০ কেজি করে পেঁয়াজ রয়েছে। দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, যেখানে পেঁয়াজগুলো ফেলে দেয়া হয়েছে ওই অংশটা ময়লার ভাগাড়। তিনি বলেন, ফেলে দেয়া এসব পেঁয়াজ গৌরীপুর বাজারের ব্যবসায়ী ভাই ভাই এন্টার প্রাইজের বলে জানতে পেরেছি। পচে যাওয়া এসব পেঁয়াজ তারা মিয়ানমার থেকে সমুদ্রপথে নিয়ে এসেছিল। কিন্তু বুলবুলের প্রভাবে এসব পেঁয়াজ পচে যাওয়ায় তা ফেলে দেয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published.