শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা ॥ বেসরকারি শিক্ষকদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি, দেশ বিখ্যাত আলেমে দ্বীন, মুফতিয়ে আজম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ফজলুল হক আল-কাদেরী (৭৫) গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় অসুস্থ জনিত কারণে নিজ বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মৌলভী বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সরকারি মাদরাসা -ই- আলিয়া, ঢাকা থেকে কৃতিত্বের সহিত কামিল পাশ করে কর্মজীবনে সেনা বাহিনীতে যোগদান করেন। পরে বৃদ্ধ পিতার সাহচর্য্য লাভের উদ্দেশ্যে নিজ এলাকায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসায় প্রভাষক, ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসায় মুহাদ্দিছ, কুমিল্লার পরমতলা ফাযিল মাদরাসা ও সোনারগাঁও জিলানীয়া সিনিয়র মাদরাসায় অধ্যক্ষ পদে চাকুরী করেন। সুদীর্ঘ ৪০ বছর যাবত নিজ গ্রাম খাড়েরা ডি ঈদগাহের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। তার ইন্তেকালের সংবাদ মুহুর্তেই সর্বত্র ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর নামাযে জানাযা আজ বেলা ১০ টায় খাড়েরা ডি ঈদগাহে অনুষ্ঠিত হবে। মুত্যুকালে তিনি ৪ ছেলে, কন্যা জামাতা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে খাড়েরা বাসস্ট্যান্ড সংলগ্ন মৌলভী বাড়ীর পাশের গোরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post