প্রশান্তি ডেক্স॥ আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভুঁইয়া বলেছেন, মেলার মতো হয়রানি মুক্ত কর সেবা আয়কর অফিসেও পাওয়া যাবে। কারণ করদাতারা আয়কর মেলাকে নির্ভরযোগ্য মনে করেন। আমাদের কর অফিসেও এমন নির্ভরযোগ্যভাবে কর দিতে পারবেন। যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত বুধবার (২০ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশারফ হোসেন ভুঁইয়া বলেন, আমরা করের আওতা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। করদাতাদের উদ্বুদ্ধ করছি। মেলাও এরই একটি অংশ। সামর্থ্যবানদের আয়কর দেয়া নৈতিক দায়িত্ব। দেশের উন্নয়নে বেশিরভাগই অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক-বিমার ২১টি প্রতিষ্ঠানের রাজস্ব বাবদ ২৯৩ কোটি টাকার পে-অর্ডার তুলে দেয়া হয় এনবিআর চেয়ারম্যানের হাতে। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর (গত বুধবার) আয়কর মেলা শুরু হয়েছিল। শেষ হয়েছে ২০ নভেম্বর(গত বুধবার)। তবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কর অঞ্চলে জরিমানা ছাড়া রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।