ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য ১০০টি কম্বল প্রদান করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। গতকাল সোমবার (২৫ নভেম্বর) সকালে আইনমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:কেএম হুমায়ুন কবিরের নিকট কম্বল তুলে দেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন হাসপাতালের সমস্যাগুলো ঘুরে দেখেন এবং ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন। তিনি অচিরেই তাঁর পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১০টি অত্যাধুনিক বেড ও অভ্যন্তরীন রাস্তা সংস্কার, ২টি টিউবওয়েল, হাসপাতালের বায়োমেটিক এনালাইজার মেশিন ও হাসপাতালের পুকুরঘাট নির্মান সহ যাবতীয় সমস্যা নিরসনের আশ্বাস দেন। টেকনেশিয়ানের অভাবে হাসপাতালের এক্সরে মেশিনটি প্রায় বিকল হওয়ার পথে এ জন্য উপজেলা পরিষদের সহযোগিতায় একজন খন্ডকালীন এক্সরে টেকনেশিয়ান সহ ৩ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগেরও আশ্বাস দেন এবং ভবিষ্যতে হাসপাতালটির আধুনিকায়নে তাঁর পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার কথা বলেন। এসময় কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ ও পৌর কাউন্সিলর মো.আবু জাহের সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post