প্রশান্তি ডেক্স ॥ গবেষণায় ব্যবহৃত সরঞ্জাম আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্রপাতিসহ ভারতীয় এক গবেষকের উড়ানো একটি বেলুন চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় পড়েছে। গত রোববার সন্ধ্যায় দামুড়হুদার দেউলির মাঠ রাফিদ হ্যাচারির কাছ থেকে যন্ত্রপাতিগুলো উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানিয়েছেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিশাল আকৃতির পলিথিনের বেলুন উড়ে এসে দেউলি গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালামের গমের খেতে পড়ে। বেলুনের সঙ্গে পস্নাস্টিকের আদলের একটি সোলার বক্স, একটি ব্যাটারি ও তিন মাথাওয়ালা ক্যামেরার আদলের একটি বাক্স। বাক্সের গায়ে ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে উপরের অংশ ঢাকা রয়েছে। একটি বক্সের গায়ে বাংলায় লেখা আছে, ‘বেলুন ফোলা অবস্থায় ধূমপান করবেন না, বক্সটিকে জলে ডোবাবেন না, লাঠি দিয়ে আঘাত করবেন না, আগুনে পোড়াবেন না, পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত বক্সটিতে হাত দিবেন না, বক্সটি ক্ষতি বা আঘাত করা আইনত দন্ডনীয় অপরাধ, বক্সটি বিপজ্জনক নয়।’ অপর বক্সের গায়ে ‘বক্সটি খুঁজে পেলে নিকটবর্তী থানায় অথবা গায়ে লেখা মোবাইল নাম্বারে খবর দিন’ লেখা রয়েছে। ওসি সুকুমার সোমবার বলেন, উড়ে আসা বেলুনে দেওয়া তথ্য অনুযায়ী গবেষক পশ্চিমবঙ্গের ড. স্বন্দ্বীপ চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি উদ্ধার হওয়া যন্ত্রটি হেফাজতে রাখার অনুরোধ করেছেন। ‘উড়ে আসা প্যারাসুটের সবকিছু যতœ করে রেখে দেওয়া হয়েছে। ভারতের যারা এ গবেষণার কাজে নিয়োজিত, তারা এটি ফেরত নিতে আগ্রহী। নিয়মতান্ত্রিকভাবে তা ফেরত দেওয়া হবে।’