পেঁয়াজের মালা গলায় বিধানসভায়!

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ বিধায়ক শিবচন্দ্র রাম শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী দেশ ভারতেও পেঁয়াজের আকাল পড়েছে। অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে গিয়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। আর এরকম সময়ে গত বুধবার বিহার রাজ্যের বিরোধী দল আরজেডির এমএলএ শিবচন্দ্র রাম রাজা পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যান। এনডিটিভি বলছে, প্রশ্নের জবাবে শিবচন্দ্র বলেন, ‘প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়ছে। মানুষ তাদের অতি প্রয়োজনীয় একটি দ্রব্য কিনতে পারছে না। বঞ্চিত হচ্ছে তারা। পেঁয়াজের দাম যেখানে ৩০ রুপির কম থাকে সেটা এখন ১০০ এর বেশি। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি কেজি ১০০ রুপিতে কিনেছি।’ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তার সরকারের তাদের ফাঁপা প্রতিশ্রম্নতির অভিযোগ তুলে আক্রমণ করেন ওই বিধায়ক। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখে হলেও যেন কোনো কার্যকরী পদক্ষেপ নেন। এমনটা তো চলতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published.