প্রশান্তি ডেক্স ॥ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সার্বিকভাবে আমাদের অর্থনীতি খুবই ভালো করছে। জীবনমান ভালো হচ্ছে, অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এরপরও অর্থ খাতটা মুঠোর মধ্যে আনতে পারছি না। এ নিয়ে আমরা চিন্তিত।’ গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে বিডিবিএল অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ব্যাংক খাতে অভিজ্ঞতা না থাকলেও মন্ত্রী বলেন, ‘সার্বিক ব্যাংক খ্যাত সম্পর্কে ধারণা ইতিবাচক নয় বাজারে। আমিও বাজারে বাস করি, আপনারাও করেন। কোথায় সমস্যা সেটা জানান। আমরা এর সমাধান করতে চাই।’ প্রধানমন্ত্রী সবকিছু শোনেন, সব কাজে মনোযোগ দেন, নির্দেশনা-উপদেশ দেন উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘সর্বোপরি তিনি মঙ্গল চান। তিনি অত্যন্ত মানবিক। এই যখন অবস্থা, তাহলে আমাদের ব্যাংক খাত কেন এভাবে প্রশ্নবিদ্ধ হবে। এটা নিয়ে বোধহয় সবার চিন্তা করার অবকাশ আছে।’ সমস্যা সমাধানে সবার কাছ থেকে বুদ্ধি, পরামর্শ প্রত্যাশা করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শুধু সরকারের জন্য নয়, দেশের মানুষের মঙ্গলের জন্য এ সমস্যার সমাধান করতে হবে।’ বিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেজবাহউদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে কথা বলেন।