প্রশান্তি ডেক্স ॥ সোনাসহ আটক হিমেল খান ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচার করে আনার অভিযোগে হিমেল খান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তার পিঠব্যাগে ৭২টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। কাস্টম হাউস বলছে, আটক স্বর্ণের ওজন আট কেজি ৪৫০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তলস্নাশির একপর্যায়ে রাত ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী হিমেল খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। হিমেলকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার বিষয়ে প্রচলিত শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post