প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে গত মঙ্গলবার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম রাজধানীর মহাখালী বাস টার্মিনালের আশপাশের সড়কে দূরপাল্লার কোনো বাস রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তাছাড়া মহাখালী থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে জানিয়ে বাস মালিকদের নতুন জায়গা খুঁজে বের করতে বলেছেন তিনি। মহাখালী বাস টার্মিনালের আশপাশের যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার সেখানকার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র আতিক। সভায় তিনি বলেন, ‘সড়কে বাস রাখায় এখানে সব সময় যানজট তৈরি হচ্ছে। লোকজন আমাকে কমপ্লেইন করছেন। এটা সরাতে হবে। আপনারা বলুন কি করতে হবে, আপনাদের প্রস্তাব অনুযায়ী কি করা যায়। কিন্তু কোনোভাবেই সড়কে বাস রাখা যাবে না। টার্মিনালের দুপাশে কোনো বাস দেখতে চাই না।’ রাজধানীর ভেতরে আন্তঃজেলা বাস টার্মিনাল করা ‘বড় ভুল’ ছিল মন্তব্য করে আতিকুল ইসলাম বলেন, ‘এজন্য টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। বাস মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘যত দ্রম্নত সম্ভব টার্মিনাল এখান থেকে সরিয়ে নেওয়া হবে। আপনারা জায়গা দেখান।’ সভায় মালিক-শ্রমিকরা মহাখালী টার্মিনালের পাশে ঢাকা ওয়াসার খালের ওপর কালভার্ট সড়ক তৈরি করে বাসগুলোর জন্য প্রবেশপথ এবং টার্মিনালের পেছনের ফাঁকা জায়গা ভরাট করে বাড়তি গাড়ি রাখার জায়গা করে দেওয়ার অনুরোধ করেন। তাদের এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন মেয়র। সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই একজন ট্রাকচালকের কারণে নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা করেন। তিনি বলেন, ‘প্রতিটি বাস কোম্পানির নিজেদের বাস রাখার ডিপো তৈরি করতে হবে। বাস টার্মিনালে যাত্রী নামিয়ে ডিপোতে চলে যাবে। রাস্তায় বাস রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা সড়ক দখল করে রাখা যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ সভায় বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘চালকদের ভালো কাজগুলোও দেখতে হবে। ‘আমরাও জানি এ খাতে অনেক সমস্যা আছে, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। তবে রাতারাতি সমাধান করা যাবে না। এজন্য সময় লাগবে।’ চাইলেই বাস রাখার জন্য আলাদা ডিপো তৈরি করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় এক কাঠা জমির দাম একশো বাসের চেয়ে বেশি দামি। মালিক-শ্রমিকদের পরামর্শগুলো বাস্তবায়ন করা হলে আগামী জানুয়ারি থেকে রাস্তায় কোনো বাস থাকবে না।’ সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ বক্তব্য রাখেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post