শেখ মো. কামাল উদ্দিন॥ দেশ বিখ্যাত আলেমে দ্বীন, পীরে কামেল আল্লামা হযরত মাওলানা প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ফজলুল হক আল-কাদেরী (র.) প্রতিষ্ঠিত ১২তম মাহফিলে ইছালে ছাওয়াব গত ৯ ডিসেম্বর সোমবার মধ্যরাতে খাড়েরা মৌলভীবাড়ী গাউছুল আযম পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে।
খাড়েরা ডি ঈদগাহের খতিব, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হযরত মাওলানা পীরজাদা আবুল অফা মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাউসার ভূইয়া জীবন। তিনি কসবাকে দুনীতিমুক্ত এলাকা বিনিমাণে সকলের সহযোগিতা কামনা করেন। মাজার ও খানকা প্রতিষ্ঠার জন্য উপজেলা পরিষদ তহবিল থেকে দুই লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক সাহেবের অসুস্থ্য মায়ের জন্য উপস্থিত মুসল্লিগণের দোয়া প্রাথনা করেন। বিশেষ অতিথি থাকবেন খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমু্িক্তযোদ্ধা কবির আহমাদ খান ও উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিক।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে ্ওয়াজ করেন কুমিল্লা ইসলামিয়া বহুমূখী কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আবদুল মতিন। অন্যান্যের মধ্যে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ছায়েদুর রহমান, হযরত মাওলানা হোসাইন আহমাদ পীর সাহেব, হযরত মাওলানা পীরজাদা শাহ আরেফ মাহমুদ, হযরত মাওলানা মুহাম্মদ বশির আহমাদ আশরাফী, হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, হযরত মাওলানা প্রিন্সিপাল মুহাম্মদ তাজুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ বাহাউদ্দিন, হযরত মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হোসেন ভ’ূইয়া, হযরত মাওলানা নজির হোসেন, হযরত মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, হযরত মাওলানা মুহাম্মদ লোকমান হোসেন খান, হযরত মাওলানা মুহাম্মদ এফজালুল হক, হযরত মাওলানা মুহাম্মদ মোদ্দাচ্ছির, হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী, শেখ ফাহিম ফয়সাল প্রমূখ। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হোসাইন আহমাদ পীর সাহেব। উপস্থিত মুসল্লিগণের মধ্যে তাবারোক বিতরণ করা হয়।