প্রশান্তি ডেক্স ॥ মতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের জিয়াউদ্দিন আহমেদ শিপু গত (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে তাদের সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হবে গত শুক্রবার (২০ ডিসেম্বর)। এ উপলক্ষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মমাফিক সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের নেতৃত্ব নির্বাচিত হবেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post