আওয়ামী লীগে ছিলাম আছি থাকব : সোহেল তাজ

প্রশান্তি ডেক্স॥ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনপুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এই সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেছেন, আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব। সম্মেলনের সফলতা কামনা করে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে রাখা সোহেল তাজ বলেন, এ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ৩০ লাখ শহীদের বিনিময়ে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.