ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান দিবস । কমসূচীর মধ্যে ছিলো উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পন, উপজেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে দিয়ে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয় জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মো.জাহাংগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগহ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, , যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং উপজেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ, ক্রীড়া ও শরীর চর্চা প্রদর্শনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আইনমন্ত্রী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয় মহান বিজয় দিবস।