প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে কুয়ালালামপুর সামিট-২০১৯। তিন দিনব্যাপী (১৮-২১ ডিসেম্বর) এ সম্মেলনের মূল পর্ব থাকছে গত (বৃহস্পতিবার)। এজেন্ডা হিসেবে থাকছে উন্নয়ন ও সার্বভৌমত্ব, অষন্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায়বিচার ও স্বাধীনতা, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা। এতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো অংশ নেবেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও অংশ নেবেন বলেও সামিট সূত্র জানিয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ সম্মেলনে অংশ নেয়ার কথা থাকলেও গত মঙ্গলবার জানিয়েছেন, তিনি সম্মেলনে অংশ নিতে পারছেন না। এ সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা খুঁজে তার প্রতিকারের উপায় বের করবেন নেতৃবৃন্দ। মুসলিম নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, আলেম ও চিন্তাবিদদের একত্র করে এই সম্মেলনটি ইসলামী সভ্যতা পুনরুদ্ধারের পাশাপাশি মুসলিম ও মুসলিম জাতির মধ্যে অবস্থার উন্নতির দিকেও অবদান রাখার দিকে গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, গত মাসে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post