ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রয্ুিক্ত সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় কসবা মহিলা কসবা মহিলা কলেজ মাঠে শুরু হয়েছে এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের পক্ষ থেকে ২০ ষ্টল অংশগ্রহন করেছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় বিজ্ঞান ও প্রয্ুিক্ত সপ্তাহ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন।
উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মো.জাহাংগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন: কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়া। অনুষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিগন মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন ।