প্রশান্তি ডেক্স ॥ তিনি বলেন,‘ আজ আমার মায়ের ১৩ তম মৃত্যু বার্ষিকী। আমার মায়ের দোয়ায় আল্লাহ আমার সকল আশা আকাঙ্খা পূর্ণ করেছেন। আমার মা মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে বলেছেন-আমি তোমাকে আল্লাহর কাছে রেখে গেলাম। আমি জীবনে বহুবার এমপি নির্বাচিত হয়েছি, কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছি।’ তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে বলেন, ‘আমার গ্রামের অনেক পরিবার আমাদের চেয়ে অনেক ভাল ছিল। আমি খালি পায়ে হেঁটে স্কুলে গিয়েছি, মানুষের বাসায় লজিং থেকে পড়ালেখা করেছি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঠিকমত বাবা খরচ চালাতে পারেনি। আজ যারা পড়ালেখা করছে, তাদের পেছনে অনেক খরচ দিতে হয়। এই গ্রাম একদিন অন্ধকারে ছিল। রাস্তাঘাট, কালভার্ট, বিদ্যুৎ, পুল, ব্রিজ, স্কুল ও কলেজ বলতে কিছুই ছিলনা। আমি এখানে সব কিছুই করে দিয়েছি।’ তিনি আরও বলেন, আমার এলাকার মানুষ সবাই এক ও অভিন্ন। তারা ভাবে, আমার কাছে আসলেই সব কিছুর সমাধান হবে। কিন্তু সবার আবদার আমি রক্ষা করতে পারিনা। অনেককে চাকরি ও ব্যবসাসহ নানানভাবে সহযোগিতা করেছি। আজ তারা পরিবার পরিজন নিয়ে সুখে আছে। আমার একটি ফাউন্ডেশন আছে। মসজিদ, স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, স্বাধীনতা যাদুঘরসহ আমার যা কিছু আছে সবকিছুই ফাউন্ডেশনের নামে লিখে দিয়ে যাব। তোফায়েল বলেন, আজ মায়ের মৃত্যু দিবসে ৮ হাজার মানুষের খাবারের ব্যবস্থা রয়েছে, সবাই খেয়ে যাবেন। আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। আমি যেন ইজ্জত ও ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সেজন্য আমার জন্যও দোয়া করবেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post