শেখ কামাল উদ্দিন্। ইমাম প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের ওয়েব সাইট উদ্বোধন অনুষ্ঠান গতকাল ২৮ ডিসেম্বর শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন; সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার, সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথিগণ বলেন; কসবা পৌর একালার ইমাম প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চ শিক্ষার সুযোগ লাভ করে থাকে। সহপাঠক্রমিক কার্যক্রমে অংশ গ্রহণে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সফলতার সাক্ষর রাখছে। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পুরস্কার শাপলা কাব এ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনসহ বিভিন্ন ধরনের পুরস্কার লাভে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে চলছে।
ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ২টি ক্যাম্পাস, ২ শিফট, ২টি খেলার মাঠ, ৬৫ জন শিক্ষক-শিক্ষিকা, প্রায় ১৪০০ ছাত্র-ছাত্রী, কেজি গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪৫টি শাখা, সংগীত চর্চা, স্পোকেন ইংলিশ, সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ডিজিটাল কন্টেন্ট’র মাধ্যমে সেমিনার কøাশ পরিচালনা ও অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশসহ আধুনিকতার সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হয়। যাতায়াতের জন্য নিজস্ব মাইক্রোবাস, ভ্যান ও অটোরিক্সার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা ভারত, চীন, জাপান, নেপাল ও কানাডা ভ্রমণ করেছে। বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন, চিনাইর বৃত্তি, খাড়েরা বৃত্তি, মোখলেছুর রহমান বৃত্তি, বাংলাদেশ কবি নজরুল বৃত্তি লাভেও ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ।
অনুষ্ঠানে ৫৬০ মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজুর রহমান আখন্দ, মাওলানা আবদুন নুর, মো. সেলিম, মো. সেলিম, ক্যাডেট মুহতাসিম।