প্রশান্তি ডেক্স ॥ আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় ফরম সংগ্রহের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় কাঁদলেন ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। সাঈদ খোকনের কান্নাজড়িত বক্তব্য দেয়া দেখে উপস্থিত একজন মন্তব্য করেন, ‘সাঈদ খোকন টের পেয়েছেন। তাই উনি বিদায়ের ভাষণ দিচ্ছেন। শেখ ফজলে নূর তাপস ফরম নেয়ায় খবর হয়ে গেছে সাঈদ খোকনের।’
রাজনীতিতে কঠিন সময় চলছে বলে সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ধানমন্ডি থানা আওয়ামী লীগের এক নেতা বলেন, “ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনোনয়ন ফরম কেনার কারণেই কী সাঈদ খোকনের রাজনীতি কঠিন হয়ে গেলো? তা ছাড়া উনি কেন বলবেন রাজনীতিতে এখন কঠিন সময় চলছে।’ তবে সাঈদ খোকনের চোখ ও মুখের ভাষা দেখে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে থাকা গণমাধ্যম কর্মীরাও নানা মন্তব্য করছেন। কেউ বলছেন, ‘এবার সাঈদ খোকনের খাওয়া নেই।’ কেউ বলছে, ‘পাঁচ বছর সাঈদ খোকনের বড় কোনো অর্জন নেই।’ তবে সাঈদ খোকন বলেছেন, বিগত সময়ে দায়িত্ব পালনকালে কখনো আমি অবহেলা করিনি। উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার পক্ষে ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ, নিউমার্কেট থানার ওয়ার্ড কমিশনারসহ প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী ৩০ জানুয়ারি গত (বৃহস্পতিবার) ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।