কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত, নিহত ৭

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও কেউ প্রাণে বেঁচে আছেন কি-না, তা জানা যায়নি। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাণিজ্যিক রাজধানী আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বেক এয়ারের ওই প্লেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। প্লেনটি দেশের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। এতে ৯৫ যাত্রী ও পাইলটসহ পাঁচ ক্রু ছিলেন। আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। সেসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published.