প্রশান্তি ডেক্স॥ গাজীপুরের কালীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী ও শিশু নির্যাতন আইনে এসএম আক্তারুজ্জামান (৪২) ও আসাদুজ্জামান নূর (৩৫) নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। আক্তারুজ্জামান কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত ফুলু বক্সের ছেলে ও আসাদুজ্জামান বাঙ্গাল হাওলা গ্রামের লোকমান হোসেনের ছেলে। গত মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের ফেসবুক আইডিতে এতথ্য নিশ্চিত করে কথিত ওই দুই সাংবাদিকের ছবিসহ প্রেস রিলিজ দেয়া হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, স্থানীয় উপজেলা যুব মহিলা লীগের দুই নেত্রীর করা পৃথক দুটি মামলায় (নং ১৩ ও ১৪) সোমবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে গত মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে তাদের পাঠানো হয়েছে।