প্রশাুন্তি ডেক্স্। তথ্য থেকে বানানো ছবি হাড় ছাড়া শরীরের অন্য কোনো অংশ দিয়ে এই প্রথম মানুষের জেনেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে নিশ্চিত হওয়া গেল। উদ্ধার করা হয়েছে প্রায় ৬০০০ বছর আগের এক নারীর ডিএনএ তথ্য। এ থেকে জানা গেছে অভূতপূর্ব আরও বেশকিছু তথ্য। প্রতœতত্ত্ববিদ টম জরক্লান্ট সেই নারীর একটি ছবিও তৈরি করেছেন। বিষয়টি শুরু হয় একটি চুইংগাম থেকে। বার্চ নামক গাছের কষ দিয়ে পূর্বেকার মানুষ চুইংগাম বানিয়ে চাবাতো। সেখান থেকেই পাওয়া গেছে দাঁতের ছাপ। পরবর্তীতে ডিএনএ সংগ্রহ করেন বিজ্ঞানীরা। ওই নারীর নাম দেওয়া হয়েছে লোলা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে বাস করতেন তিনি। তার চোখ ছিল নীল, চুল ছিল কালো ও গায়ের রঙ ছিল শ্যামলা। এই নারীর সর্বশেষ খাবার ছিল হাঁসের মাংস। একই সঙ্গে সে সময় তার মাড়ির রোগও ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। লোলার পুরো জেনেটিক কোডই উদ্ধার করা হয়েছে। ফলে তিনি দেখতে কেমন ছিলেন তাও জানা গেছে।