প্রশান্তি ডেক্স্। জমে থাকা পানি ও আবর্জনার ছবি তুলে আপলোড করলে সরানো হবে দ্রুত এভাবে নাগরিক যেকোনো সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানালেন ঢাকা উত্তর কর্পোরেশনের ডিএনসিসি নির্বাচন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আলাউদ্দিন। কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি থেকে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আরও ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছন; তবে দলের সমর্থন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মতিউর রহমান। দলীয় প্রার্থী পরিবর্তনের আশায় আছেন আলাউদ্দিন। তিনি বলেন দল থেকে সমর্থন পেলে জয়লাভ করবেন আর কাউন্সিলর পদ উন্মুক্ত করে দেওয়া হলেও বিপুল ভোটে বিজয়ী হবেন। আওয়ামীলীগের এ নেতা বলেন স্থানীয় সংসদ এর তত্ত্বাবধানে এক যুগ ধরে তার ওয়ার্ডের অন্তত বিশটি সড়ক প্রশস্ত করার কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়া সড়ক সংস্কার ও পানির সমস্যা সমাধানে কাজ করেছেন। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে নির্মাণ করবেন কমিউনিটি সেন্টার ও কবরস্থান সেবা পৌঁছে দিবেন জনগণের দোরগোড়ায়। আলাউদ্দিন বলেন নির্বাচিত হলে নাগরিকদের অভিযোগ জানাতে মুঠোফোন অ্যাপ চালূ করবেন। তফসিল ঘোষণার আগে আমি আরো ২০টি উঠান বৈঠেক করেছি । সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন দিয়েছেন। ৯ জানুয়ারি নমিনেশন ও মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য আছে আশা করবো জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থীরা আমাকে নির্বাচন করতে সুযোগ করে দিবে। আমি সকলকে নিয়েই দলীয় সেবা জনগণের কাছে পৌঁছে দিব্।