বিনোদন ডেক্স॥ ‘দ্য রক’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তিনি। হলিউডের সিনেমাতেও পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। বলছি
ডোয়াইন জনসনের কথা। তার বাবা কিংবদন্তি রেসলার রকি জনসন মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) ৭৫ বছর বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন।
এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন ডোয়াইন জনসন। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
সেখানে বলা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডোয়াইন জনসন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন আমার বাবার কী হয়েছিল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঠান্ডা আর সংক্রমণ ছিল। মঙ্গলবার তার ডিপ ভেইন থ্রমবোসিস হয়েছিল।
এতে প্রথমে তার পায়ে রক্ত জমাট বাঁধে। ধীরে ধীরে সেটা পুরো শরীরে ছড়িয়ে যায়। ফুসফুসেও রক্ত জমে গিয়েছিলো। এরপর ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে পৃথিবী ছেড়ে যান তিনি।’
তিনি আরও বলেন, ‘খুব দ্রুত চলে গেলেন তিনি। কিন্তু বেশীদিন ভুগতে হয়নি। এটাই সান্তনা আমার জন্য।’
এদিকে ডোয়াইন জনসন বর্তমানে ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও ডিসি ইউনিভার্স ফিল্মের ‘জঙ্গল ক্রুজ’ এবং ‘রেড নোটিস’ ছবির কাজও করছেন।