আজ ৩১ জানুয়ারী মরহুম এ বি সিদ্দিক সাহেবের ৬ষ্টতম মৃত্যুবার্ষিকী। এই দিনেই তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে ফিরে যান। আজও আমরা তাকে স্মরণ করি এবং তার কৃর্তিই তাকে আগামীর স্মরণে অম্লান করে রাখবে। ওনার প্রয়াণ দিনে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী।
মরহুম এ বি সিদ্দিক সাহেব ছিলেন একজন শিক্ষানুয়াগী সকলের প্রিয় নেতা এবং সংগঠক।
তিনি ছিলেন সৈয়দাবাদ আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা।
এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ কসবা উপজেলা শাখার সাবেক সফল সভাপতি।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামীলীগ এর সাবেক সফল সহ সভাপতি।
ঢাকাস্থ কসবা যুব কল্যাণ পরিষদের সাবেক সফল সভাপতি।
এছাড়া কসবা উপজেলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এই গুনি মানুষটির দুইটি উপদেশ আমার সব সময় মনে পড়ে ১৯৯৮ সালে কলেজ শাখা ছাএলীগের পক্ষ থেকে যখন আমরা উনার কাছে কলেজ ছাত্র সংসদের নির্বাচনের দাবি নিয়ে যায় তখন তিনি আমাদের সবাই কে উদ্দেশ্য করে বলে ছিলেন আমার প্রিয় সন্তানরা তোমরা আগে ভালভাবে লেখা পড়া কর তার পর রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা কর এবং বলেছিলেন শত্রু কে কখনো দূর্বল মনে করবানা।
এই গুনি মানুষটি ছিলেন বঙ্গবন্ধুর সহচর এবং এলাকার দল মত নিবির্শেষে সবার প্রিয় মানুষ।