তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রশান্তি ডেক্স॥ দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার (২৭ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-১২।
মামলার অপর দুই আসামি হলেন- দি মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎ করা অর্থ গোপন করার উদ্দেশে স্থানান্তার ও রূপান্তর করে।
এর ফলে দন্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় দুদক এ মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published.