কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আল্লাহর বাণী কুরআন তিলাওয়াতের সুরের মূর্ছনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা আড়াইবাড়ী দরবারে মাতিয়ে গেলেন বিশ্ব্যখ্যাত ক্বারী সাহেবগণ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজারে বুধবার রাতে অনুষ্ঠিত হয়ে গেলো
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের
মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানী (রহ.) মাগফিরাত কামনায় আন্তর্জাতিক
কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি এর সার্বিক ব্যবস্থাপনা করেন।
ক্বিরাত সম্মেলনে বাংলাদেশসহ ছয়টি দেশের বিখ্যাত ক্বারীদের কন্ঠে বিশ্বনবীর
(সা.) উপর নাযিলকৃত ওহির বাণীর হৃদয়কাড়া তেলাওয়াত শুনে উদ্বেলিত ও মুগ্ধ হয়ে
উঠেন উপস্থিত দর্শক শ্রোতারা।
বিশ্বখ্যাত কারীদের মধুর কণ্ঠে, হৃদয়ছোঁয়া তিলাওয়াত শুনছিলেন আবাল বৃদ্ধ
নওজোয়ান। পবিত্র কুরআনের আবেগমাখা বাণী আর ছন্দমাখা সুরের মূর্ছনা যেন
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষকে আকর্ষণ করে। কুরআনের সুর
হৃদয় কাড়ে মু’মিনদের। কুরআন প্রেমিকদের মুহুর্মুহু আল্লাহু আকবর ধ্বনিতে
মুখরিত হয়ে উঠেছিল ক্বিরাত সম্মেলন।
আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন
বাংলাদেশ, ইরান, মিসর, মরক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়ার খ্যাতনামা কারীগণ।
মাগরিবের পর থেকেই কাঙ্খিত এই কুরআনের মজলিসে জড়ো হতে শুরু করে কুরআন
প্রেমিক মানুষেরা। রাত ৯টার পর থেকে মঞ্চে ওঠেন আন্তর্জাতিক কারীরা।
তেলাওয়াতের মূর্ছনা ছড়িয়ে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলেন
আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের কারী শাইখ আহমাদ বিন ইউসুফ
আল-আযহারী।
ক্রমান্বয়ে সুললিত কন্ঠে তিলাওয়াত করেনÑ ইরানের জাতীয় কারী কারিম মানসুরি,
মিসরের শাইখ আদিল আল-বাজ, মরক্কোর শাইখ আহমাদ আল-আলদি, থাইল্যান্ডের কারী
মুয়াজ মুস্তফা ও মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী বিন আব্দুল্লাহ।
পীরজাদা জাররার সাঈদীর সুমধুর তিলাওয়াতে মুগ্ধ হয়ে উঠেন উপস্থিত জনতা।
ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন আড়াইবাড়ী দরবার শরীফের পীর ও আড়াইবাড়ী
ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সাঈদী।
বাদ মাগরিব থেকে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
এম হাছিবুর রহমান, উপাধ্যক্ষ ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক, মুহাদ্দিস মাওলানা
মোসলেহ উদ্দীন সাঈদী, ড. উসমান গণি, মাওলানা গোলাম ছাদেক চৌধুরী,
মাওলানা আব্দুল হান্নান ও মুফতি সুলতান মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, পুরাতন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ¦ হাসান উদ্দিন মোল্লা, কসবা
পুরাতন বাজার ব্যবসায়ি পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার
(অব.) মো. আবদুর রহিম ও সেক্রেটারি মো. সফিকুল ইসলাম। ক্বিরাত সম্মেলনের
জন্য কসবা পুরাতন বাজার ময়দানে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হলেও কুরআন
প্রেমিকদের স্রোত ছড়িয়ে যায় আশপাশের সড়কগুলোতেও। মা-বোনদের জন্য স্থাপন
করা হয় আলাদা প্যান্ডেল। অমুসলিমদের জন্যও রাখা হয় বিশেষ ব্যবস্থা।