নাজমুল হক সজল, বিশেষ প্রতিনিধি কসবা॥ গত ২৭ শে জানুয়ারী, সৈয়দাবাদ এ.এস. মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জনাব রাসেদুল কায়সার জীবন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব নাজমুল আলম খান বেদন। বিনাউটি ইউনিয়ন চেয়ারম্যান এড. ইকবাল হোসেন। প্রাক্তন চেয়ারম্যানে জনাব জহিরুল হক (বি.এ)। জনাব কামাল হোসেন, সভাপতি বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগ ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য-সদস্যা বৃন্দ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী মনসুর সভাপতিত্ব করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী বক্তব্য রাখেন জনাব রাসেদুল কায়সার জীবন ও নাজমুল আলম খান বেদন। এড. ইকবাল হোসেন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব তাজুল ইসলাম ভূইয়া, সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করে কসবা উপজেলা চেয়ারম্যান জনাব রাসেদুল কায়সার জীবন। প্রধান অতিথীর বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন পড়াশুনার পাশাপাশি ক্রীড়া চর্চায় শিক্ষার্থীদের বেশি করে মনযোগ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে। কারণ খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানুষিক বিকাশের জন্য জরুরী। খেলাধুলাই পারে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে। তাই শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় বেশি অনুপ্রাণিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকগণ লেখাপড়া ও খেলাধুলার প্রতি আরো মনুযোগি হতে আহ্বান করেন। যারা লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে খেলাধুর সম্পৃত্ত করেছে তারা ভাল করেছে। তাদের মন মানষিকতা ও বড় হবে এবং তারা কখনো ভুল পথে পা বাড়াবেনা। ক্রীড়াই শক্তি; যৌবনের শ্রেষ্ঠ বিকাশ হল ক্রীড়া। শারীরিক বিকাশের জন্য ছোটবেলা থেকে ক্রীড়া চর্চার প্রয়োজন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব নাজমুল আলম খান বেদন বলেন স্কুল পর্যায়ে ক্রীড়া যত বেশি শক্তিশালী হবে জাতীয় পর্যায়ে ক্রীড়া তত শক্তিশালী হবে। ক্ষুদে খেলোয়ারদের থেকে ভবিষ্যতে তৈরি হবে বড় খেলোয়ার হবে। যারা সারাবিশ্বে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মান অক্ষুন্ন রাখবে। আমন্ত্রীত অতিথীর মধ্যে অতিথী পুরস্কার বিতরণের কথা থাকিলেও উপস্থিত অতিথীর মাঝে পুরষ্কার না করে কিছু কিছু অতি উৎসাহি সদস্য যাহারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে পুরষ্কার পৌছেদেওয়ার অভিযোগ উঠেছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post