কসবায় নকলে সহযোগীতা না করায় হামলা, প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

প্রশান্তি ডেক্স॥ গত রোববার (৯/২/২০২০) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।


এসএস সি পরীক্ষায় নকলে সহযোগীতা না করায় সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুরসহ ১০ পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে দুই পরীক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে
সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর জানান, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের এসএসসি পরীক্ষার্থীদের আসন পড়েছে । ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার সময় গোপিনাথপুর গ্রামের এক যুবক ওই বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের জন্য মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বলে। সেই পরীক্ষার্থী নকল সরবরাহে অপারগতা প্রকাশ করলে পরীক্ষা শেষে তাকে মারধর করা হয়। পরে প্রধান শিক্ষক ওই ছাত্রকে নিয়ে কেন্দ্র সচিবের কাছে বিষয়টি অবহিত করেন। এরপর তারা বাড়িতে ফিরে যেতে চাইলে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা এমনকি অভিভাবকরা মিলে তাদের উপর হামলা চালায়। হামলায় এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৯ পরীক্ষার্থী আহত হয়েছে।
পরে পুলিশ খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে সোনিয়া আক্তার ও সাবিকুন্নাহার তন্বী নামের দুই পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে কসবা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম জানান, বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.