প্রশান্তি ডেক্স॥ বিশ্ব ভালবাসা দিবস ও ফাগুনের রঙ্গে রাঙ্গিয়েছে বাংলাদেশ। এই দুটিকে একত্রিত করে সামনের দিকে এগুলো আগামীর বার্তা রঙ্গিন এবং মঙ্গলের তরে বাহিত হবে বলেই দৃশ্যমানতা প্রকাশ করে। প্রকৃতির দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কন্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে রাঙ্গিয়েছে ভুবন ও প্রকৃতি এবং মানব সভ্যতা। গাছে গাছে পলাশ আর শিমুলের মালা। রাস্তার অলিতে গলিতে ফুলে ফুলে পসরা সাজিয়েছে ফালগুনকে বরণ করে নিতে এমনকি বিশ্ব ভালবাসা দিবসের ভালবাসায় রাঙ্গাতে ভুবন ও প্রীয়জনকে।
এই নতুন ভুবনে পদার্পনে জাতি আজ নতুন সাজে সজ্জ্বিত এবং বরনের আবরণে আবৃত। আমাদেও মাঝে এই নতুনত্ব এবং রঙ্গিন ভালবাসা মিশ্রিত সকীয়তা বিরাজিত থাকুক আগামীর প্রতিটি ক্ষণে। এইভাঊেন জাতি এগিয়ে যাবে এবং যাচ্ছে সভ্যতার বিকাশের ক্রমোন্নতিতে। এই ফালগুনি রঙ্গেও হিমেল হাওয়ায় ভালবাসায় আলিঙ্গণ করি এই বাংলার প্রতিটি মানুষকে, সর্বোপরি এই বাংলাকে। জয় হউক আমাদেও সকলের আগামীর।