ফেনীতে ভুয়া চিকিৎসক আটক

প্রশান্তি ডেক্স ॥ ফেনীতে অভিযান চালিয়ে মো. নেজাম উদ্দিন (৫২) নামে এক ভুয়া চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞকে আটক করেছে র‌্যাভ। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফেনী মডেল থানার সামনে অবস্থিত আমিন টাওয়ারের জননী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ভুয়া চিকিৎসক ফেনী সদরের ফাজিলপুরের মো. ইদ্রিসের ছেলের্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার মো. নরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র‌্যাভ সদস্যরা। এ সময় আটক চিকিৎসক এক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করছিলেন। অভিযানে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরফুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। তার জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক কোনও বৈধষ কাগজপত্র দেখাতে পারেনি। পরে আটক নেজামের চেম্বার তল্লাশি করে ভুয়া ব্যবস্থাপত্রের ২টি প্যাড, ১ টি বিপি মেশিন, ১টি স্টেথোস্কোপ, ২৮টি ফাইল কভার উদ্ধার করা হয়।মো. নরুজ্জামান জানান, তিনি অনেক দিন ধরে ভুয়া ডাক্তার পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার বিরুদ্ধে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা অনুযায়ী মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্থনান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published.