প্রশান্তি ডেক্স॥ ইউরোপের দেশ সুইজারল্যান্ড প্রথমবারের মতো ‘নগ্ন রেস্তোরাঁ’ চালু করতে যাচ্ছে। রেস্তোরাঁটির দরজা চলতি মাসের শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।সুইজারল্যান্ডের দৈনিক সুইচ ওচেন্ডের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় ভাষায় এই রেস্তোরাঁটির নামকরণ করা হয়েছে ‘এডেলউইস ব্যাসেল’—বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘নগ্নদের আড্ডাখানা’। দেশটির যে স্থানে এই রেস্তোরাঁটি চালু করা হচ্ছে, সেটা একময় সমকামী আর লেসবিয়ান অধ্যূষিত এলাকা হিসেবে পরিচিত ছিল।সম্পর্কিত খবরতবে রেস্তোরাঁয় প্রবেশের আগে একটি কক্ষে প্রবেশ করতে হবে গ্রাহকদের। সেখানে তারা তাদের পোশাক-পরিচ্ছদ জমা রেখে রেস্তোরাঁর মূল কক্ষের প্রবেশাধিকার পাবেন। শুধু গ্রহক নয়, যারা খাদ্য পরিবেশন করবেন তারাও থাকবেন নগ্ন। মোটকথায় রেস্তোরাঁটিতে অবস্থানরত সবার নগ্ন হওয়া বাধ্যতামূলক।তবে সুইজারল্যান্ডে নতুন অর্থাৎ প্রথমবারে মতো হলেও কয়েক বছর আগেই ইউরোপের অপর দুই প্রসিদ্ধ শহর লন্ডন এবং প্যারিসেও এমন রেস্তোরাঁর ধারণা নিয়ে কাজ শুরু হয়। তবে ওই দুই শহরেই যে রেস্তোরা চালু করা হয়েছিল তা মানুষের যথেষ্ট সাঁড়া না পাওয়ায় অল্প কিছুদিনের মাথায় বন্ধ করে দেওয়া হয়।