সাবেকুন নাহার মুক্তা
 প্রকৃতিতে রূপের আগুন
 এসেছে ফাগুন,
 ফুটেছে পলাশ, শিমুল
 ভ্রমরের গুনগুন ।
 শীতল দক্ষিণা বায়
 পল্লব দোলায়,
 ফুল সুরভি ছড়ায়
 প্রাণ জুড়ায় ।
 নিঝুম, নির্জন, বিজনে
 পাখির কূজনে,
 মুখর সুর সাধনে
 নুতন সঞ্চারণে ।
 ধূসর মেঘের চলা
 বলাকার খেলা,
 আলোয় আলোয় মেলা
 হৃদয়ে দোলা।
 শীতের বিদায় ক্ষণে
 ফাগুনের আগমনে
 সারা জাগে বনে
 এ লগনে ।
