ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামের আলহাজ্জ্ব আবদুল বাতেন ভূঞা সাহেবের ৫ম ছেলে মো: তোফাজ্জ্বল হোসেন আপন ভূঞা রাষ্ট্রপতি কর্তৃক মেধার সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেছেন। সে বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বর্তমানে সে উচ্চতর ডিগ্রী অর্জণের লক্ষে (পিএইচডি) কর্মরত রয়েছেন। আল্লাহ তাকে সুস্থ্য সুন্দর রেখে সকলের আকাঙ্খা পুরণের তরে সরকার ও দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করুন।
ছাত্রজীবনে সে সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের মেধাবি ছাত্র ছিল। সে আলহাজ্জ্ব শফিকুল ইসলাম কলেজ থেকে কৃতিত্বের সহিত পড়াশোনা শেষ করে সিলেট হযরত শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিংসসহ ১ম শ্রেণী ১ম হয়ে মেধার স্বাক্ষর রেখেছে। তাঁর আগামী হউক নির্মল মানব কল্যানের নিবেদিত প্রাণস্বরূপ।