সাবেকুন নাহার মুক্তা
 জ্যৈষ্ঠের দাবাদাহে অঙ্গার মাটি
 বর্ষার ধারায় সুগন্ধে খাঁটি ।
 আসক্ত মন মোহিনীর মাদকতা
 স্বতন্ত্র দোলাচলহীন প্রতীক ।
 চাষার ষষ্ঠ ইন্দ্রিয় শুঁকে
 ঘামে স্নাত মাটির ঘ্রাণ,
 প্রণয়ের পূর্ণ বাঁধনে বাঁধা
 মাটির সনে কালা চাষা ।
 মাটির গন্ধে আকুল হয়ে,
 কত বীর উৎসর্গে প্রাণ ।
 আপামর বাংলার কন্যা, জায়া-
 জননী অপার ত্যাগে মহীয়ান ।
 দোষী, দুশমন, কুলাঙ্গার, দেশদ্রোহী
 জন্মভূমিকে করে বানিজ্যের সামগ্রী।
 মাটির স্নেহপূর্ণ সুবাসের ডালি,
 তার তরে সদাই শূন্য খালি ।
 সিরাজ উদ দৌলা, তিতুমির, জাহানারা ইমাম
 শেখ মুজিব সহ সকল দেশ প্রেমিক,
 দূর্বা, ধঞ্চে, ঘাসফুলে মিশে থাকা;
 মাটির ঘ্রাণে ধন্য, পূর্ণ, মহিমান্বিত ।
