ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাদিয়ানিদের সরকারীভাবে অমুলসলিম ঘোষনা করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত (কওমী) ও সৈয়দাবাদ জামিয়া ছানিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষাথীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) কাদিয়ানিদের রাষ্ট্রিয় ভাবে অমুসলিম ঘোষনা করে জাতীয় সংসদে আইন পাশ করার দাবিও করা হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে। উপজেলার বিভিন্ন এলাকা হতে কওমীপন্থী আলেম, শিক্ষার্থী ও সাধারন মুসল্লীগন এসে সুপার মার্কেট এলাকায় জমায়েত হয়। সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সুপার মার্কেট চত্বরে এসে মিলিত হয়। পরে বিক্ষোভ সমাবেশে আগামী ২৭ ফেব্রুয়ারি কাদিয়ানিদের অমুসলিম ঘোষনার দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে মহা সমাবেশের ঘোষনা দেয়া হয়। সৈয়দাবাদ জামিয়া ছানিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক শায়খুল হাদিস হযরত মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত উপদেষ্টা হযরত মাওলানা জয়নাল আবেদীন জালালী, শিক্ষক মাওলানা মুনির হোসেন, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আবদুল হাই, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা ইউনুছ করিম বেলালী, মাওলানা উসমান গনি ও মাওলানা মোস্তাক আহাম্মদ সহ অন্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন আকছিনার পীর ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপদেষ্টা হযরত মাওলানা জয়নাল আবেদীন জালালী।