চলতি বছরেই তিস্তার পানি বণ্টন চুক্তি চায় ভারত

প্রশান্তি আন্তর্জঅতিক ডেক্স॥ এনআরসি’র কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। এ বছরের মধ্যেই হতে পারে তিস্তার পানি বণ্টন চুক্তি। এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।


গত সোমবার সকাল মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সূচি চূড়ান্ত করতে ঢাকায় আসেন তিনি। পরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে যোগ দেন শ্রিংলা। তিনি বলেন, নিজ স্বার্থেই বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা চায় ভারত।
শ্রিংলা বলেন, মুজিববর্ষে বাংলাদেশে আসার অপেক্ষায় আছেন ভারতের প্রধানমন্ত্রী। সীমান্তে অপরাধ কর্মকান্ড বন্ধে দু’দেশের সীমান্তরক্ষীদেরই ভূমিকা রাখতে হবে। তিনি জানান, সীমান্ত হত্যা যতটা সম্ভব কমাতে চায় ভারত। বাংলাদেশ-মিয়ানমার সম্মত হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব।
শ্রিংলা বলেন, অভিন্ন ৫৪ নদীর পানিবন্টন ও ব্যবস্থাপনার কার্যকর সমাধান করতে চায় ঢাকা ও নয়াদিল্লী। এর আগে, গত সোমাবার সকালে মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্তে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা আছে ভারতের প্রধানমন্ত্রীর। শ্রিংলার ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published.