প্রশান্তি ডেক্স॥ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্প্রতি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধন করতে গেলে সেখানে তাকে বঙ্গবন্ধুর মুখোশ পরে স্বাগত জানায় শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য।
সূত্র থেকে জানা যায়, বগুড়ার ঘটনায় খুবই চটে যান শেখ হাসিনা। তিনি দীপু মনির কাছ থেকে এমনটি আশা করেননি বলেও ভর্ৎসনা করেন।
বৈঠকে মুজিববর্ষে বাড়তি খরচের কর্মসূচি পরিহার করার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী, সব স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ না করার নির্দেশ দেন।