করোনা আতংকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো কসবা সীমান্ত হাট

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ করোনা ভাইরাস আতংকে অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে ভারত-বাংলাদেশ সরকারের যৌথভাবে স্থাপন করা ব্রাহ্মণবাড়িয়ার কসবার তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট । দুই দেশের সীমান্ত হাট পরিচালনা পর্ষদ পৃথক পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহন করেন। এই সীমান্ত হাটে দুই দেশের কমপক্ষে দুই হাজার ক্রেতা একসংগে মিলিত হয়। কিন্তু করোনা ভাইরাসে কেউ আক্রান্ত কিনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।
তাই করোনা ভাইরাস প্রতিরোধে অনিদিষ্টকালের জন্য এ হাটটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সি.কে জামাতিয়া আইএএস ও ব্রা‏হ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মিতু মরিয়ম করোনা ভাইরাস প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সীমান্ত হাট বন্ধ ঘোষনা করেন।
কসবা সীমান্ত হাট পরিচালনা পর্ষদের সদস্য ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, সীমান্ত হাটে দুই দেশের কমপক্ষে দুই হাজার লোকজন একত্রে কেনাকাটা করতে আসে। কিন্তু করোনা ভাইরাসে কেউ আক্রান্ত কিনা পরীক্ষা করার কোনোরকম ব্যবস্থা নেই। করোনা ভাইরাস প্রতিরোধে কসবার এ সীমান্ত হাট অস্থায়ী ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িক বন্ধ রাখার জন্য সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য; ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৩৯ পিলারের কাছে ২০১৫ সনের ৬ জুন ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্র কমলাসাগর এলাকায় দুই দেশের সমপরিমাণ এক একর ৫০ শতক জায়গায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট। প্রতি রোববার এ হাটের সাপ্তাহিক দিন।

Leave a Reply

Your email address will not be published.