ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শনিবার (৭ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়া, আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.শহিদুল্লাহ।কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার সুবেদার (অবঃ) মো.শাসছুল আলম ও পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহবুবা আলম ঐশি।অনুষ্ঠানে অতিথিগন বলেন; ৭ মার্চ বাংগালীর মুক্তি সংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় দিন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনই ছিলো বাংগালী মুক্তিকামী মানুষের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চেতনা। তাই এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করার দাবী জানানো হয়।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post